চাঁদপুর সদর উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাড: জাহাঙ্গীর খানের দাফন সম্পন্ন

সর্বজনের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চাঁদপুরের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক নির্বাচিত ভিপি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
১১ আগস্ট সোমবার বাদ জোহর চাঁদপুর স্টেডিয়াম মাঠে হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীর শ্রদ্ধা আর ভালোবাসায় শেষবারের মতো সিক্ত হন এই রাজনীতিবীদ।স্টেডিয়ামে তার জানাজায় অংশ নেন চাঁদপুরের বিচার বিভাগের কর্মকর্তাগন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , রাজনীতিবীদ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবী ও তার দীর্ঘদিনের সহকর্মী ও সর্বস্তরের মানুষ।পরে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজার নামাজ পরিচালনা করেন শহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ) আমিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম, জেলা জামায়েতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া ও মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের একমাত্র ছেলে নাফিস হাসান। জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ চাঁদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় ঢাকার শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু রাজনৈতীক সহকর্মী রেখে গেছেন। অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সদস্য সচিব পদে ছিলেন।
এছাড়াও তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সভাপতি, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়কের দায়িত্ব পালন করেন।




