ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দক্ষিণ এশিয়ার প্রথম ‘মননমঞ্চ : দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড’

তরুণ প্রজন্মের মননশীলতা, যৌক্তিক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণের বিকাশে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর শিক্ষার্থীদের পরিচালিত চেঞ্জ টুগেদার ক্লাব দক্ষিণ এশিয়ার প্রথম ‘মননমঞ্চ : দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড আন্তঃকলেজ প্রতিযোগিতা’ আয়োজন করেছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) ডিআইইউ ক্যাম্পাসে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলার অসংখ্য কলেজ থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।
এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য ছিলো শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞানচর্চার পাশাপাশি চিন্তার দিগন্ত বিস্তৃত করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। দক্ষিণ এশিয়ায় মননশীলতা (Mindfulness) এবং গ্রোথ মাইন্ডসেট (Growth Mindset) ভিত্তিক এ ধরনের অলিম্পিয়াড প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ায় এটি অংশগ্রহণকারী তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, মননমঞ্চ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি একটি মনন বিকাশের আন্দোলন। তরুণদের এমন একটি পরিসর দিতে চেয়েছি, যেখানে তারা নিজেদের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের দক্ষতাকে আরও উন্নত করতে পারবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের উচ্ছ্বাস আয়োজকদের আরও উৎসাহিত করেছে। চেঞ্জ টুগেদার ক্লাব ভবিষ্যতে এ উদ্যোগকে আরও বৃহৎ পরিসরে, দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে, যা তরুণদের দক্ষতা বিকাশ ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




