চাঁদপুর সকাল

এনসিপি নবগঠিত কমিটির সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃত্বের শুভেচ্ছা বিনিময়

৫ মাস আগে
এনসিপি নবগঠিত কমিটির সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃত্বের শুভেচ্ছা বিনিময়
এনসিপি নবগঠিত চাঁদপুর জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত কমিটির সদস্যরা চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশকে ফুলেল শুভেচ্ছা জানান।


এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফেরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন এবং প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।


নবগঠিত জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, যুগ্ম সমন্বয়কারী ও সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী নবীর হোসেন, সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী সাইফুর রহমান গাজী, জেলা সমন্বয় কমিটির সদস্য আমানুল্লাহ পাটোয়ারী, যুগ্ম সমন্বয়কারী আহমেদ সজিব (কচুয়া উপজেলা), জেলা কমিটির সদস্য জান্নাতুল নাইমা, সদর উপজেলা সদস্য সজীব গাজী, আরিফ হোসেন, ইয়াসিন দেওয়ান, আল হাবিব এবং সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।