ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ছিদ্দিক ডাক্তারের বাড়িতে গাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান জয়নাল। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত জয়নাল দক্ষিণ চরবড়ালী এলাকার ওয়াফ বাড়ির আমিন মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
জয়নালের ছেলে ইমান হোসেন বলেন, ‘আমার বাবা দিনমজুরের কাজ করতেন। গতকাল বিকেলে ছিদ্দিক ডাক্তারের বাড়িতে গাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান। খবর পেয়ে আমি ছুটে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসি। তবে চিকিৎসক জানান, বাবা আর নেই। আমাদের পরিবারের কারও কোনো অভিযোগ নেই।’
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’




