কচুয়ায় ইআরআই'র কর্মশালায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন : নকল প্রতিরোধ করায় এইচএসসির ফলাফল বিপর্যয় ঘটেছে

কচুয়ায় ইআরআই'র উদ্যোগে শিক্ষা সংস্কারে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন।
এইচএসসির ফলাফল বিপর্যয়ের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সরকারের আমলে নকলের প্রবণতা বেড়ে গিয়েছিলো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর সারাদেশে নকল প্রতিরোধ করায় এইচএসসির ফলাফল বিপর্যয় ঘটেছে। শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে এসে লেখাপড়ায় মনোযোগী হলে ক্রমান্বয়ে পাসের হার বাড়তে থাকবে। ইআরআই শিক্ষা সংস্কারে দেশব্যাপী কাজ করছে এবং তা বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।
কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ উদ্দীন মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজ উল্লাহ প্রমুখ।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী দিনব্যাপি ইআরআই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।




