করদাতাদের ই-রিটার্ন প্রশিক্ষণ দেবে এনবিআর

করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পদ্ধতি এবং সংশ্লিষ্ট যেকোনো সমস্যা সমাধানে প্রশিক্ষণের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
এনবিআরের এই প্রশিক্ষণে অংশ নিতে চাইলে অনলাইনে যে কেউ নিবন্ধন করতে পারবেন। আবেদন করলে পরবর্তীতে প্রশিক্ষণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণে অংশ নিতে লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে নির্ধারিত ফরম অনলাইনে পূরণ ও নিবন্ধন করে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।




