চাঁদপুর সকাল

অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া

৪ মাস আগে
অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, চাঁসকের সাবেক ভিপি, জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২০ আগষ্ট, ২০২৫) বাদ জোহর জেলা আইনজীবী সমিতির মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার। বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসিন আরাফাত ও মরহুমের ছেলে নাফিস আবরার।


সমিতির সাধারন সম্পাদক অ্যাড. জসিম মেহেদীর পরিচালনায় দোয়া মোনাজাতে অংশ নেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেন, সিনিয়র সহকারী জজ ইবরাহিম সরকার,সমিতির সদস্য জিপিভিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, অ্যাড. প্রফেসর সিরাজুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহসান হাবীব, অ্যাড. আবদুল লতিফ শেখ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড.নুরুল আমিন খান আকাশ সহ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, সহকারী জজ ( বিচারক) ও আইনজীবীরা। অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের বাবার নাম মৃত মোহাম্মদ আলী খান।


তিনি বসবাস করতেন চাঁদপুর শহরে মিশন রোড সালমা ভিলাতে। চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০০৯ সালের ১ই জুন যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। তার স্ত্রীর নাম উম্মে সালমা ইয়াসমিন। তিনি চাঁদপুর মহিলা কলেজ ছাত্রী সংসদের সাবেক এজিএস ছিলেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা নাফিসা তাবাসসুম অর্পা ও ১ ছেলে নাফিস আবরার স্বপ্ন সহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।