বাবুরহাটে ৪ জন ছিনতাই করে পালানোর সময় একজন আটক : পুলিশে সোর্পদ

শনিবার(১২জুলাই) শহরের ব্র্যাক ব্যাংক বাবুর হাট শাখা থেকে জনৈক আনোয়ার হোসেন নামক মাসুদ গ্রুপের মার্কেটিং ম্যানেজার এক লক্ষ টাকা উত্তোলন করে সিএনজি যোগে চাঁদপুর আসার পথে, সিএনজি চালিত অটো বাইককে লক্ষ করে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আনোয়ারকে ভয় দেখিয়ে ১লক্ষ টাকা ও একটি মোবাইল নিয়ে আনোয়ারকে পথে নামিয়ে দিয়ে সিএনজি যোগে পালিয়ে যাচ্ছিল। তাৎক্ষনিকর টাকার মালিক আনোয়ার অন্য একটি সিএনজি চালিত অটো বাইকে করে ধাওয়া করে,শহরের বাবুর হাট শারমিন ফিলিং স্টেশন কাছে স্থানীয় জনতাসহ ছিনতাইকারী সফিউল্লাহ্ পিতা আমিনউল্øাহ সাং থানা ও জেলা শহকসবা লক্ষীপুরকে আটক করে।
সময় ছিনতাইকারী চক্রের ৪জন সদস্য সিএনজি চালিত অটোবাইকটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে ছিনতাইকারী শফিউল্লাহ্ চাঁদপুর মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছে।,এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (এএসআই) সহকারী উপপরিদর্শক অসীম কুমার গোস্বামী জানান,ছিনতাইকারী সফিউল্লাহ্ চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।




