চাঁদপুরে সরকারি খাল ভরাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি এলাকায় সরকারি খাল ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে বালু ফেলে খাল ভরাটের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
তিনি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে নেয়ামত খান (৩০)কে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে আদায় করেন।
একই সঙ্গে খালের ভরাটকৃত অংশ দ্রুত পুনঃখননের নির্দেশ দেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




