চাঁদপুরে বাসার ভিতর থেকে গৃহবধূ জান্নাত বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার চাঁদপুর ব্রিজ সংলগ্ন লোকমান দেওয়ানের বাড়ির ছোট্ট একটা ভাড়া বাসা থেকে গৃহবধু জান্নাত বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জানা যায়, চাঁদপুর ব্রিজ সংলগ্ন লোকমান দেওয়ানের বাড়ির ছোট্ট একটা ভাড়া বাসা থাকতেন সজল মোল্লা ও তাঁর স্ত্রী জান্নাত বেগম। তিন বছর আগে বিয়ে হয়েছে আশিকাঠি ইউনিয়নের চানখার দোকান এলাকার সেকান্দর হোসেনের মেয়ে জান্নাতের সঙ্গে সজলের। দেড় বছরের ফুটফুটে একটা ছেলেও ছিল।
বিয়ের পর থেকেই তীব্র ঝগড়া, অপমান আর বিষণ্নতা পিছু ছাড়েনি জান্নাতের। বারবার ঠিকঠাক করার চেষ্টা, কখনও থানায় অভিযোগ, কখনও বাবার বাড়িতে ফিরে যাওয়া। তারপর আবার স্বামীর অনুরোধে ফিরে আসা। কিন্তু সম্পর্কের ফাটলগুলো আর জোড়া লাগেনি। মঙ্গলবার বিকেলে আবার ঝগড়া হয় দুজনের মধ্যে। সজল বাসা থেকে বেরিয়ে যান, হয়তো মাথা ঠান্ডা করতে।
কিন্তু ফিরে এসে ঘরের তক্তার সাথে গলায় রশি দিয়ে ঝুলতে দেখা যায় গৃহবধূ জান্নাত বেগমকে। দরজা ভেঙে ভেতরে ঢুকে স্থানীয় তিন যুবকের সহায়তায়। কিন্তু ততক্ষণে জান্নাত বেগম ইন্তেকাল করেছে। এ বিষয়ে জান্নাতের পরিবার মনে করে, এই মৃত্যু আত্মহত্যা নয় বরং দীর্ঘ নির্যাতনের পরিণতি। তারা সরাসরি সজলকে দায়ী করেছে। দাবি তুলেছে সঠিক তদন্তের।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মফিজ মহিলা পুলিশসহ ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।




