চাঁদপুর সকাল

চাঁদপুরে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রা

৪ মাস আগে
চাঁদপুরে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা গতকাল শনিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।


জন্মাষ্টমী শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকে সারা দেশে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। আমরা সবাই মিলে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করবো। আজকে যে ভাবে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শোভা যাত্রায় আপনারা অংশ গ্রহণ করেছেন এমনি ভাবে সকল আচার অনুষ্ঠানে আপনারা ঐক্যবদ্ধ অংশ গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। একই সাথে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা,চাঁদপুর সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার,সিনিয়র সহ-সভাপতি মানিক ঘোষ, সহ-সভাপতি গণেশ চন্দ্র দে,


দুলাল হালদার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা মুন্না, বিপ্লব দাস, চন্দন দে, কোষাধক্ষ বলাই সরকার, সাংগঠনিক সম্পাদক গৌতম ঘোষ, মানিক চন্দ্র সূত্রধর মহিলা সম্পাদক মাধুরী সাহা হিন্দু মহাজোটের সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক রঞ্জীত রায় চৌধুরী, শারদাঞ্জলি ফোরামের সভাপতি রিপন সাহা, সাধারণ সম্পাদক শ্যামল দাস, পৌর পূজা পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, গনেশ নন্দীসহ আরো অনেকে।


ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রায় নানান ভাবে কৃষ্ণ, কংশ,মুনি ঋষি, রাম সীতা, কংশের কারাগারে দৃশ্য ফুটিয়ে তুলে অংশ গ্রহন করে, গোপাল জিউর আখড়া নতুন বাজার, বাবুরহাট লোকনাথ সংঘ, গোবিন্দ মন্দির, পালপাড়া বিষ্ণু মন্দির,দাসপাড়া দূর্গা মন্দির,দাস পাড়া শিব মন্দির, পুরান বাজার হরিজন কলোনী শিব মন্দির, ডগ লাইন হরিজন কলোনীসহ বিভিন্ন মন্দির অংশ করে।