চাঁদপুর সকাল

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের নৌ-ভ্রমণ সম্পন্ন

প্রায় ১ মাস আগে
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের নৌ-ভ্রমণ সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সদস্য ও পরিবারদের নিয়ে রিভার ক্রুজ (নৌ- ভ্রমণ )পদ্মা সেতু দর্শনসহ নানা আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫খ্রি.)পদ্মা-মেঘনা নদীতে সম্পন্ন হয়েছে।

প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ১৫০ জন এতে অংশগ্রহণ করেন। এই আনন্দভ্রমণকে প্রেসক্লাবের ব্যতিক্রম আয়োজন হিসেবে অভিহিত করেছেন অংশগ্রহণকারীরা। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশের নেতৃত্বে এ সুন্দর ও সফল আয়োজন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫খ্রি.) সকাল ৭টায় পদ্মা সেতুর উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে এমভি ভোগদাদিয়া ১২ রিজার্ভ লঞ্চটি ছেড়ে যায়। লঞ্চে এই সুন্দর মহুর্তে হাড়ি ভাঙ্গা, বল নিক্ষেপ, বালিশ খেলাসহ ছোট বড় দলের আলাদা আলাদা ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যাপক জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল-ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন,সিনিয়র সদস্য মুনির চৌধুরী, আজীবন সদস্য আরমান চৌধুরী রবিন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি ,আজীবন সদস্য জসিম উদ্দিন স্বপন ,আজীবন সদস্য প্রবাসী মো:কাউসার , রিভার ক্রুজ নদী ভ্রমণ উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক আব্দুল আউয়ার রুবেল ,সদস্য সচিব কেএম সালাউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার স্ত্রী মিলি।

এ সময় প্রেসক্লাবের বর্তমান পর্ষদ ও সদস্য, সম্মানিত সদস্য ও আজীবন সদস্য এবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিন রাত ১১টায় চাঁদপুর লঞ্চ ঘাটে এমভি ভোগদাদিয়া ১২ রিজার্ভ লঞ্চটি পৌছে রিভার ক্রুজ সুন্দর নৌ-ভ্রমণের সমাপ্তি হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ বলেন, চাঁদপুর প্রেসক্লাবের এই আনন্দদায়ক ভ্রমণ ছিল অসাধারণ। প্রেসক্লাবের সদস্য ও শুভাকাঙ্খীদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এছাড়া রিভার ক্রুজ নদী ভ্রমণ উদযাপন উপ-পরিষদ, কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ কঠোর পরিশ্রম করেছেন।

প্রেসক্লাবের রিভার ক্রুজ নদী ভ্রমণ উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক আব্দুল আউয়ার রুবেল ,সদস্য সচিব কেএম সালাউদ্দিন ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন।