চাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামগ্রিকভাবে ভালো রয়েছে। সারা দেশে এবার দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এটি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, বিভিন্ন পূজা মণ্ডপে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা প্রশংসনীয় ছিল, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে তাদের ভূমিকা উল্লেখযোগ্য।
নির্বাচন ও মাদকবিরোধী পদক্ষেপে জোর নিয়ে ডিসি বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেওয়া যাবে না। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন কিশোর গ্যাং, সড়ক দুর্ঘটনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট সম্পর্কে সচেতন থাকতে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন,রাজনৈতিক বা ধর্মীয় কোনো ইস্যু যেন আইনশৃঙ্খলার অবনতির কারণ না হয়। সামনে শীতকাল, নির্বাচন ও ওয়াজ মাহফিল একসাথে হওয়ায় সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সভায় সঞ্চালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এস এম আশিকুর রহমান আকাশ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) লুৎফর রহমান, নারী পিপি অ্যাড. কোহিনূর বেগম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসাইন, বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, এনসিপি জেলা আহ্বায়ক মাহবুবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, মোবাইল ফোনের অপব্যবহার, বিশেষ করে সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ডে এর ভূমিকা উদ্বেগজনক।
একইসঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ডিডিএলজি মো. গোলাম জাকারিয়া, এনএসআই যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এ এন জামিউল হিকমা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক আশরাফ হোসেন, জেলা ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের প্রতিনিধিগণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




