চাঁদপুর সকাল

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দু’দিনের প্রশিক্ষণ সম্পন্ন

৪ মাস আগে
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দু’দিনের প্রশিক্ষণ সম্পন্ন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সফল সমাপ্তি হয়েছে।


২ আগস্ট (শনিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ড্যাফোডিলের মিডিয়া ল্যাবে এ প্রশিক্ষণটি শুরু হয়ে


৩ আগস্ট রবিবার এই প্রশিক্ষণের সকল প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরনের মধ্য দিয়ে সফল সমাপ্তি ঘটে।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডা.এম,আর কবির।


সাংবাদিকতা, মিডিয়া ও গনযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান এর সঞ্চালনায়,সমাপনি বক্তব্য রাখেন,সাংবাদিকতা, মিডিয়া ও গনযোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন,


প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারন সম্পাদক কাদের পলাশ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল।


প্রশিক্ষণের শেষ দিনের কার্যক্রমে ‘ সাংবাদিকতার সুরক্ষা,ডিজিটাল নিরাপত্তা,ফ্যাক নিউজ ও ছবি যাচাই বাছাইয়ের কৌশলসহ


নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেসক্লাবের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।