চাঁদপুর সকাল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের সেবক ছিলেন : অ্যাড. সলিম উল্লাহ সেলিম

প্রায় ১ মাস আগে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের সেবক ছিলেন : অ্যাড. সলিম উল্লাহ সেলিম

জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এএম নাজিম উদ্দিন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসাইনের সুস্থতা কামনা করে চাঁদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা শ্রমিক দলের আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।


দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। এ সময় তিনি বলেন, দিন যতই যাচ্ছে রাজনৈতিক আকাশ ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এরপর তারা কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির সাথে জোট করেছে। আজকে তারা ভণ্ডামি শুরু করেছে। কোনো রাজনৈতিক দলকে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে, এটি কি সঠিক? নাউজুবিল্লাহ।আমাদেরকে বেহেস্তে পাঠানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা বলতে চাই, আপনি যে দলই করেন না কেনো ধর্মের নামে ব্যবসা কইরেন না।


তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ইসলামের সেবক ছিলেন। তিনি ইসলামের উন্নয়নে অনেক কাজ করেছেন। আজকে আন্দোলন করেন পিআর পদ্ধতির কথা বলেন। গণভোটের কথা বলে রাজনৈতিক আকাশ ঘোলাটে করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, বাংলার মানুষ পিআর মানে না। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে। যদি নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হয়। তাহলে তার কঠিন জবাব দেয়া হবে।


তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেই, আপনারা মনে করিয়েন না আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে। আজকে আমাদের যুদ্ধ ভণ্ডদের বিরুদ্ধে। যারা রাজনৈতিক অস্থিতিশীলতা করতে চায় তাদের বিরুদ্ধে। আপনাদেরকে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করার জন্যে কাজ করতে হবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।


চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ছৈয়ালের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক খলিল হাওলাদার।


এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ আলী খলিফা, সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, মো. আনা মিয়া, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ মোস্তান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন মিয়াজী, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, জনতা ব্যাংক সিবিএ সভাপতি মো. শরীফ উল্লাহ, পৌর শ্রমিক দল নেতা ইমদাদ আহমেদ শেখ, কালু ছৈয়াল, মো. চারুসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর বেগম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান মাহমুদ।